ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
amaderkhobor24.com

মঙ্গলবার সকাল দেশে পৌঁছাবেন খালেদা জিয়া

আমাদের খবর ২৪

প্রকাশিত: মে ৪, ২০২৫, ১১:৫৮ এএম

মঙ্গলবার সকাল দেশে পৌঁছাবেন খালেদা জিয়া

ছেলে তারেক রহমানের পরিবারের সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া/ছবি তারেক রহমানের ফেসবুক পেজ থেকে নেওয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ৬ মে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশে পৌঁছাবেন।’

বিমানবন্দরে নেত্রীকে স্বাগত জানাতে নানা পর্যায়ের নেতাকর্মীরা প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

দলটির নেতাকর্মীদের মাঝে এরই মধ্যেই নেত্রীর ফিরে আসার খবরে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।

দলটির একাধিক সূত্রে জানা গেছে, তারা দেশনেত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় অবস্থান করবেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানান জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তার লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, আর্থ্রাইটিসসহ একাধিক রোগ রয়েছে বলে জানায় দলীয় সূত্র। ২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর তিনি কারাবন্দি হন। পরে সরকারের নির্বাহী আদেশে তার দণ্ড স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হয়, তবে শর্ত ছিল তিনি বিদেশ যেতে পারবেন না।

গত কয়েক বছরে একাধিকবার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হলেও তা প্রত্যাখ্যান করে বিগত আওয়ামী লীগ সরকার। ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের অনুমতি নিয়ে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডন যান খালেদা জিয়া। দীর্ঘ প্রায় এক দশক পর তিনি জ্যেষ্ঠপুত্র তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন।

লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার পর ডা. জাহিদ হোসেন ওই সময় (৭ জানুয়ারির পরপরই) কিছু আপডেট জানিয়েছিলেন। তিনি সে সময় জানান, খালেদা জিয়ার লিভার সিরোসিস, পরবর্তীসময়ে কম্পেনসেন্টারি লিভার ডিজিজ বলে গ্রেড-টু, সেটার জন্য টিপস (চিকিৎসাবিজ্ঞানের বিশেষ পদ্ধতি) করা হয়েছে। হার্টে স্টেন্টিং করার পর চেক করে আবার সেটার জন্য রি-স্টেন্টিং করে অথবা চেক করে দেখতে হয় যে স্টেন্টিংটা ভালোভাবে কাজ করছে কি না।

ডা. জাহিদ আরও জানান, ওনার আরও যে ব্লক আছে, সেটা অ্যাড্রেস করা দরকার, ওনার ক্রনিক কিডনি ডিজিজ যেটা আছে, সেটা অ্যাড্রেস করতে হবে। করোনা পরবর্তীসময়ে কিছু জটিলতা হয়েছে, সেগুলো নিরসন করার ব্যবস্থা নিতে হবে।

সম্প্রতি লন্ডন থেকে ডা. এ জেড এম জাহিদ হোসেন জাগো নিউজকে বলেন, ‘ম্যাডাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনাকে টাইম টু টাইম দেখছেন। ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা এখন স্থিতিশীল।’

Link copied!