ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
amaderkhobor24.com
যশোরে

অ্যাম্বুলেন্স-ভ্যানে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৯:৫৩ এএম

অ্যাম্বুলেন্স-ভ্যানে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স/ ছবি সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—ঝিকরগাছার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে বাবলু (৫৫) ও বামন আলী গ্রামের হাসান ইকবালের শিশু কন্যা রত্না খাতুন (১২)।

এ ছাড়া, নিহত শিশুর বাবা হাসান ইকবাল (৩০) ও মা হালিমা খাতুন আহত হয়েছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান বলেন, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

Link copied!