কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড তাজা গুলিসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (০৭ মে) রাত ১০টার দিকে শান্তিডাঙ্গা নামক স্থান থেকে ইবি থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া এলাকার ইব্রাহিমের ছেলে ইসমাইল হোসেন (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। তিনি বলেন, আমরা অস্ত্র ও গুলির উৎস কোথায় সে বিষয়ে তদন্ত করছি। মামলা প্রক্রিয়ায়ধীন।
আপনার মতামত লিখুন :