ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
amaderkhobor24.com

সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে চাই: এ্যাড. অপু

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৮:১০ পিএম

সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে চাই: এ্যাড. অপু

আগামী ২/১ দিনের মধ্যে আমাদের মুসলমান সম্প্রদায়ের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হতে যাচ্ছে। আমরা রোজা রাখছি, রোজা রাখা শেষে ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে চাই। ২৯ মার্চ শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন এ্যাড. শামিম উল হাসান অপু।

কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. অপু আরো বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পক্ষে ও জনগণের স্বার্থ সামনে রেখে লড়াই সংগ্রাম এবং ভূমিকা পালন করে চলেছে। সেই লক্ষ্যকে সামনে রেখে জননেতা তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে সারা বাংলাদেশে আমরা ঈদ উপহার নিয়ে জনগণের পাশে অবস্থান করছি। কুষ্টিয়াতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে শাড়ি, লুঙ্গি ও ইফতার বিতরণ করা হয়েছে। আজ তৃতীয় দফায় কুষ্টিয়া শহর সংলগ্ন গড়াই নদীর উপর নির্মিত সেতুর নিচে চরাঞ্চলে বসবাসরত মানুষের জন্য ঈদ উপহার নিয়ে এসেছি।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব শামিম উল হাসান অপু’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দুই শতাধিক নিম্ন আয়ের মানুষের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের স-সভাপতি  ইকবাল মোহাম্মদ এডিন, দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সদস্য দেবোত্তম বিশ্বাস, ১ নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শরিফ সাদেক সবুজ, শিক্ষানবিশ আইনজীবী মাহফুজুল ইসলাম জ্যাকি প্রমুখ।

Link copied!