ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
amaderkhobor24.com

এসএসসি ০৫ ও এইচ এসএসসি ০৭ এর বন্ধুমহলের ইফতার

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৮:৪৫ পিএম

এসএসসি ০৫ ও এইচ এসএসসি ০৭ এর বন্ধুমহলের ইফতার

কুষ্টিয়া জিলা স্কুলের এসএসসি ২০০৫ এবং কুষ্টিয়া সরকারি কলেজের এইচএসসি ২০০৭ ব্যাচের বন্ধুমহলের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

শনিবার ২৯ মে কুষ্টিয়া শহরের দ্যা কেক স্ট্যান্ড রেস্তোরাতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সারা বিশ্বের মুসলমান বিশেষ করে ফিলিস্তিনির সকল মুসলমান ও কবরবাসীদের আত্তার মাগফিরাত কামোনায় বিশেষ দোয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আফরান আরাফাত, হাসানুজ্জাম রাজীব, ইয়াসিরুল নমি, ইমতিয়াজ, দিবস, তৈমুর, ইমন, মৌসুমি, মৌসুম, রনি, লিপু মজুমদার, মিরাজুল ইসলাম, নাজমুল, বিপুল, সঞ্জু প্রমুখ ।

Link copied!