স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসনামলে বন্ধ হয়ে যাওয়া মাদ্রাসার একটি ঝাউদিয়া দাখিল মাদ্রাসা। কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি ২০১৯ সালে বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার।
৫ আগষ্ট স্বৈরাচার সরকারের পতনের পর আবারো আলোর মুখ দেখতে শুরু করেছে। স্থানীয়রা একত্রিত হয়ে পুনরায় চালু করেছে প্রতিষ্ঠানটি। নতুন ভাবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির ক্লাসরুমের জন্য ৪ মে বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে সিলিং ফ্যান বিতরণ করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শাহারিয়া ইমন রুবেল`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জর্জ কোর্টের স্পেশাল পিপি ও `ল` কলেজের খন্ডকালীন শিক্ষক এ্যাড. শামিম উল হাসান অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কাগজ পত্রিকার চট্টগ্রাম বিভাগের স্থানীয় সম্পাদক নূর মোহাম্মদ রানা, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল, ঝাউদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমীর হায়াত আলী বিশ্বাস, সমাজসেবী রুহুল আমিন রোকন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য তুহিন ইসলাম প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. অপু বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বন্ধ হয়ে যাওয়া মাদ্রাসাটি সম্পূর্ণরূপে চালু করতে আমরা সার্বিক সহযোগিতা করবো। প্রতিষ্ঠানটির শিক্ষক- কর্মচারীর বেতন নিশ্চিত করা সহ অবকাঠামোগত উন্নয়নকল্পে যথাসাধ্য চেষ্টা করা হবে।
অনুষ্ঠানের শেষাংশে মাদ্রাসার পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের হাতে বাংলাদেশ মানবাধিকার সমিতির পক্ষ থেকে উপহারস্বরূপ প্রদান করা সিলিং ফ্যান তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ।
আপনার মতামত লিখুন :