ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
amaderkhobor24.com
ককটেল বিস্ফোরণ

আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা

আমাদের খবর ২৪

প্রকাশিত: মে ৯, ২০২৫, ১১:৩০ এএম

আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যানে হামলা হয়েছে। ওই গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের গ্রিন্ডলেজ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটেছে।

ইট-পাটকেলের আঘাতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন৷ সদর মডেল থানার এক পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের দিকে নিতে দেখা যায় ওসি নাছিরউদ্দিন আহামদকে৷ ওসি হাসপাতাল যাওয়ার পথে দুই পুলিশ সদস্যের আহত হওয়ার কথা জানান৷

মেয়র আইভীকে বহন করা গাড়িটি ছিল সামনের সারিতে এবং পেছনে তার সমর্থকরা মুক্তির দাবিতে মিছিল করছিলেন৷ মিছিলটি গ্রিন্ডলেজ ব্যাংকের মোড় পার হওয়া মাত্রই আমলাপাড়া স্বর্ণপট্টির প্রবেশমুখ থেকে একদল যুবক ইট-পাটকেল ছুড়তে থাকে৷

এ সময় দু’টি হাতবোমা বিস্ফরণের শব্দ শোনা যায়। পরে পুলিশ দ্রুত বেগে গাড়ি চালিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আইভীকে নিয়ে যায়।  

এরপর শহরে ঝটিকা মিছিল করেন এবং আওয়ামী লীগ ও আইভীর বিরুদ্ধে মিছিল বের হয়। 

আইভী সমর্থকরা এই হামলার দায় বিএনপির উপর চাপিয়েছেন।

পরে এসপি অফিসের গেটে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, তারা ছিলেন সামনের দিকের গাড়িতে৷ পেছনের দিকের হামলার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন৷ বিস্তারিত পরে জানানো হবে৷

Link copied!