ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

আমাদের খবর ২৪

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ০৯:০২ এএম

শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতভিত্তিক গণমাধ্যম নিউজ এইটটি।

 

এর আগে দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানায়।

 

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের তথ্য জানায় ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। তিনি লিখেছেন, “মার্কিন সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করেছে।” পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্র বার্গম্যানকে তথ্যটি নিশ্চিত করেছে।

 

আবার নিউজ এইটটির প্রতিবেদনেও বলা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র প্রত্যাহার করেছে। বাংলাদেশে সহিংস বিক্ষোভের পর পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বর্তমানে গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে রয়েছেন।

শেখ হাসিনা ইউরোপীয় দেশগুলিতে আশ্রয়ের চেষ্টা করছেন। তবে যুক্তরাজ্য তাকে আশ্রয় দিতে প্রস্তুত নয় বলে জানিয়ে দিয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, শেখ হাসিনার সঙ্গে থাকা ছোট বোন শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। তিনি শিগগিরই যুক্তরাজ্যে চলে যেতে পারেন।

 

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত হতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলির সঙ্গে যোগাযোগ করছে ঢাকা পোস্ট। তবে দুইজনের কারও কাছ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি এক প্রতিবেদনে জানায় নিউজপোর্টালটি।

তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনার ভ্রমণের কোনো পরিকল্পনা ছিল কি না তা স্পষ্ট নয়। সোমবার (৫ আগস্ট) ভারতে পৌঁছে প্রথমে দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভাল এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। ওই বৈঠকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

Link copied!