ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ১০ মিনিটের ব্যবধানে ২ যাত্রীবাহী বাসে আগুন

আমাদের খবর ২৪

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০৯:২০ পিএম

রাজধানীতে ১০ মিনিটের ব্যবধানে ২ যাত্রীবাহী বাসে আগুন

বিএনপি-জামায়াত ও বিরোধী জোটের ডাকা এক দফা দাবিতে চতুর্থ দফা অবরোধের আগে শনিবার (১১ নভেম্বর) রাতে রাজধানীতে ২টি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে আরামবাগে নটরডেম কলেজের সামনে ও গাবতলী বাস স্ট্যান্ডের সামনে পৃথক দুইটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাত ৮.২০ মিনিটে রাজধানী ঢাকার আরামবাগে নটরডেম কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন এবং ৮.৩০ মিনিটে গাবতলী বাস স্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮ নং) একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে আরামবাগে নটরডেম কলেজের সামনে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন ও গাবতলী বাস স্ট্যান্ড এর সামনে কল্যাণপুর ফায়ার স্টেশনের ফায়ার স্টেশনের দুইটি করে ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।

এর আগে শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টায় রাজধানীর ফার্মগেটে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি।

বিস্তারিত আসছে…

Link copied!