প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০৪:৩০ পিএম
বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। তিনি বলেছেন, বাসে আগুন দেওয়া, মানুষকে পুড়িয়ে পিটিয়ে হত্যা করা এগুলো কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃর্বিভাগ (আংশিক) উদ্বোধনের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মাহবুবুর রহমান খান, পরিচালক ডা: এএসএম মারুফ হাসানসহ কর্তব্যরত ডাক্তার-কর্মকর্তারা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হানিফ বলেন, গাড়িতে বাসে আগুন দেবার জন্য মানুষের মধ্যে কিছুটা আতংক ছিলো। সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। সারাদেশের গাড়ি চলতে শুরু করেছে। মানুষও প্রায় স্বাভাবিকের মতই চলাচল করছে।
বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, বিএনপিকে মানুষ রাজনৈতিক দল হিসেবেই জানে, তাই তাদের উচিত রাজনৈতিক কর্মসূচি পালন করা।
আগামী ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়া মেডিকেল কলেজের আউটডোরের (আংশিক) কার্যক্রম শুরুর উদ্বোধন করবেন। এ জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আউটডোরে প্রাথমিকভাবে রোগীর চিকিৎসাপত্র দেওয়া শুরু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :