ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
amaderkhobor24.com

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৭:২০ পিএম

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৭ মার্চ বিকেলে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরস্থ কুষ্টিয়া ‍‍`ল‍‍` কলেজ প্রাঙ্গণে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, আওয়ামী দুঃশাসনের সময় সবথেকে বেশি নির্যাতিত জিয়া পরিবার। তাদের নির্যাতনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে মৃত্যুবরণ করতে হয়েছে। দীর্ঘদিন কারাভোগ করেছেন তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতা তারেক রহমানকে মেরে মেরুদন্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছে। এতো নির্যাতন সহ্য করে দেশের মানুষের কথা ভেবে দেশের মাটি আঁকড়ে ধরে রেখেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই জন্য আমাদের নেত্রীকে আপসহীন নেত্রী বলা হয়। আজ আমাদের এই নেত্রী অসুস্থ। আমরা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবো। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে ৫ আগষ্ট স্বৈরাচার হাসিনার সরকার পতনের পর আজ আমরা উন্মুক্ত স্থানে এমন একটি অনুষ্ঠান করতে পারছি। এজন্য মহান আল্লাহ তালার নিকট শুকরিয়া আদায় করছি।

কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ বাবু, সাংগঠনিক সম্পাদক শাহীন জোয়ার্দার প্রমুখ। এই আয়োজনে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Link copied!