প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৩:০২ পিএম
ঘড়ির কাঁটায় সময় বেলা ১২ টি। কুষ্টিয়ার সদর উপজেলার ১০ নং উজানগ্রাম ইউনিয়ন পরিষদের ফটক তালাবদ্ধ অবস্থায় রয়েছে। উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। দায়িত্বপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তাসহ পরিষদে কর্মরত কেউ আসেনি অফিসে।
ফটকের পাশে দাঁড়িয়ে রয়েছেন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ। সকাল থেকে পরিষদে অপেক্ষা করছেন তারা। তবে দায়িত্বরত কারো খোঁজ না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে তারা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) এ ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে যার সত্যতা নিশ্চিত হওয়া যায়।
সেবা নিতে আসা সাধারণ জনগণের অভিযোগ, পরিষদে ঠিকভাবে সেবা দেওয়া হয়না৷ ছুটির দিন না হলেও পরিষদ বন্ধ রয়েছে। সকাল থেকে অপেক্ষা করছেন তারা। সঠিক তথ্য না পাওয়ায় সারাদিন ভোগান্তি পোহাতে হয়েছে।
এবিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আক্কাস আলী মন্ডলকে ফোন করা হলে প্রথমে তিনি জানান, প্রশাসনিক কর্মকর্তা ভুলবশত সরকারি ছুটি ভেবেছে। তবে পরে তিনি প্রশাসনিক কর্মকর্তা ছুটি নিয়েছেন বলে দাবি করেন।
প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহজাহান সিরাজ বলেন, আমি চেয়ারম্যানের কাছে ছুটি নিয়েছি। অফিস খোলা আছে।
এবিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে গত ১৭ মার্চ পরিষদে বিনামূল্যে ভিজিএফের ১০ কেজি চাউল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ১০ কেজি করে চাউল দেওয়ার কথা থাকলেও ৭৯৭ জন ব্যক্তিকে ৯ কেজি ৪০০ গ্রাম চাউল বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
আপনার মতামত লিখুন :