ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
amaderkhobor24.com
কুষ্টিয়া হাই স্কুলে

নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

আমাদের খবর ২৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৬:২৭ পিএম

নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

কুষ্টিয়া হাই স্কুলের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ শে ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় কুষ্টিয়া হাই স্কুলের অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করা হয়। কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষিকা শাবানা ইয়াছমীন সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুষ্টিয়া হাই স্কুলের সভাপতি ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু। 

প্রধান অতিথি এ্যাড. অপু নতুন ও এসএসসি পরীক্ষার্থী জন্য শুভকামনা জানান।

এ সময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি হাফিজুর রহমান ও অভিভাবক সদস্য মেহেদী হাসান সুমন। 

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অত্র বিদ্যালয়ে সহকারী শিক্ষক আব্দুল আলিম। 

এসময় নতুন শিক্ষার্থীদের ফুল ও স্কেল বক্স দিয়ে বরণ করা হয় এবং এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার বিভিন্ন উপকরণ দিয়ে বিদায় জানানো হয়।

Link copied!