ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ওয়াশিংটন-দিল্লি সংলাপ: নির্বাচনমুখী বাংলাদেশের প্রতি ভারতের অবস্থান অপরিবর্তিত

আমাদের খবর ২৪

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩, ১১:৪৮ পিএম

ওয়াশিংটন-দিল্লি সংলাপ: নির্বাচনমুখী বাংলাদেশের প্রতি ভারতের অবস্থান অপরিবর্তিত

ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের (২+২) দ্বিপাক্ষিক আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ। আলোচনায় বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত তার অবস্থান ‘স্পষ্টভাবে’ ব্যক্ত করেছে।

শুক্রবার বিকালে নয়াদিল্লিতে সংলাপের পর প্রেস ব্রিফিং করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিনয় কোয়াত্রা। ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে ভারতের প্রতিরক্ষাসচিব আরমানে গিরিধা এবং এমইএ’র মুখপাত্র অরিন্দম বাগচি উপস্থিত ছিলেন।

ভারতের পররাষ্ট্রসচিব ব্রিফিংয়ে বলেন, দুই দেশের মধ্যে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। এ সময় উভয় পক্ষই বাংলাদেশের বিষয়ে স্পষ্টভাবে তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশ সম্পর্কে খুব স্পষ্টভাবে আমাদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেছি। মার্কিন মন্ত্রীদের সঙ্গে আলোচনার সময় আমরা বিশ্বের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি কীভাবে মূল্যায়ন করি তা স্পষ্টভাবে জানিয়েছি, এই আলোচনায় বাংলাদেশের বিষয়ও অন্তর্ভুক্ত ছিলো।

 

যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে বিনয় কোয়াত্রা বলেন, তৃতীয় কোনো দেশের নীতি নিয়ে আমরা মন্তব্য করতে পারি না। আমি মনে করি যখন বাংলাদেশের উন্নয়ন বা নির্বাচনের কথা আসে, তখন এটা তাদের নিজস্ব ব্যাপার। বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ ঠিক করে।

এর আগে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচিও সাপ্তাহিক ব্রিফিংয়ে একইরকম মন্তব্য করেছিলেন।

বাংলাদেশের আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হতে পারে, সে জন্য যুক্তরাষ্ট্র আগ্রহ প্রকাশের পাশাপাশি যথেষ্ট চাপ সৃষ্টি করে চলেছে। এই চাপ আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে বলে ভারতের আশঙ্কা। কারণ, ভারত মনে করে, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হলে মৌলবাদী শক্তি মাথাচাড়া দেবে। দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাবও মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাবে, যা ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষেও বিপজ্জনক হয়ে উঠবে। বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এই ব্যাখ্যা ভারত আগেই যুক্তরাষ্ট্রকে নানাভাবে জানিয়েছে।

শুক্রবারের বৈঠকেও তা নতুন করে জানানো হলো। দিল্লি পরিষ্কারভাবে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে, নির্বাচনমুখী বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

এদিন মন্ত্রী পর্যায়ের সংলাপে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় পক্ষে নেতৃত্ব দেন।

Link copied!