প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ১১:১৯ এএম
বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরা ছবি ফেসবুকে আপলোড করে ভাইরাল করায় স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
আটক ওই নেতার নাম সাজেদুল ইসলাম সাগর (২৮)। তিনি ধুনট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ধুনট উপজেলার সোনাহাটা গ্রামের চান মিয়া সরকারের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ধুনট থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটি করতে উপজেলার সোনাহাটা বাজার এলাকায় যান। ডিউটিকালীন অবস্থায় এসআই শহিদুল ইসলাম তার নিজের বুলেট প্রুফ জ্যাকেটটি সোনাহাটা বিট পুলিশিং কার্যালয়ে টেবিলের উপর খুলে রাখেন।
এ সময় সেখানে উপস্থিত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম পুলিশের বুলেট প্রুফ জ্যাকেটটি গায়ে দিয়ে ছবি তোলেন। তাকে ছবিটি তুলে দেন নিমগাছী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু সুলতান। পরে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথমে ‘মাই ডে’ এবং পরিবর্তীতে নিজের ফেসবুক ‘দেয়ালে’ পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং ছবিটির নিচে নেতিবাচক মন্তব্য পড়তে শুরু হয়।
একপর্যায়ে বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশের পর পুলিশের নজরে আসে। পরে থানা পুলিশ মঙ্গলবার রাতেই সোনাহাটা বাজার এলাকা থেকে সাজেদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসেন।
আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম এ ঘটনায় ক্ষমা চেয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন। যেখানে লেখা হয়েছে-
আমি মো. সাজেদুল ইসলাম সাগর, বয়স ২৮ বছর। আমি বগুড়া জেলার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমার বাড়ি নিমগাছী ইউনিয়নের সোনাহাটা গ্রামে যা নিমগাছী বিট অফিসের কাছাকাছি। গত ৩১.১০.২০২৩ দুপুর বেলা বিশেষ প্রয়োজনে সোনাহাটা বাজারে এসে আমি বিট অফিসে আসি। ওই সময় এসে দেখতে পাই যে ধুনট থানায় কর্মরত এসআই শহিদুল ইসলামের ব্যবহৃত বুলেটপ্রুফ জ্যাকেটটি বিট অফিসের টেবিলের উপর রাখা ছিল। আমি কৌতুহল বুলেট প্রুফ জ্যাকেটটি নিজে পরিধান করে বিট অফিসে থাকা নিমগাছী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাজু সুলতানের মাধ্যমে ছবি তুলে সরল বিশ্বাসে আমার ফোনের গ্যালারিতে ছবিটি রাখি। আমার বুলেট প্রুফ জ্যাকেট পরা এবং ছবি তুলা শুধু বিট অফিসের ভেতরে সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে ফেসবুক স্টোরিজে আপলোড দিয়ে রাখি। আমি বুলেট প্রুফ জ্যাকেটটি পরে বিট অফিসের বাইরে যাইনি এবং কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করিনি। আমি শুধু ছবি তুলার জন্য জ্যাকেটটি পরি। ছবি তুলা শেষে জ্যাকেটটি বিট অফিসের টেবিলের উপর রেখে দেই। আমার এই অসাবধানতা বশতঃ কৃতকর্মের জন্য আমি লজ্জিত, অনুতপ্ত এবং সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি ভবিষ্যতে এ ধরনের কোনো কাজ করব না।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরে ছবি ফেসবুকে আপলোড করায় সাজেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :