ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পাংশায় মোয়াজ্জেম মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ফ্রি আই ক্যাম্প

আমাদের খবর ২৪

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩, ১১:৫১ এএম

পাংশায় মোয়াজ্জেম মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ফ্রি আই ক্যাম্প

মানবিক কর্মপ্রয়াসে প্রতিষ্ঠিত মোয়াজ্জেম মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো সমাজের অসহায় ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি চক্ষু শিবির। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী কাচারীর মোড় খান পাড়ার ঐতিহ্যবাহী খাঁ বাড়ীতে এই ফ্রি চক্ষু চিকিৎসা ও আই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

মোয়াজ্জেম মনোয়ারা ফাউন্ডেশনের অর্থায়ন ও আয়োজনে এবং রাজধানী ঢাকার দৃষ্টি আই হসপিটালের পরিচালনায় আগামী বৃহস্পতিবার, ২৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ফ্রি আই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। চক্ষু ক্যাম্প উদ্বোধন করবেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান।

মোয়াজ্জেম মনোয়ারা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর হোসেন খান ফ্রি আই ক্যাম্পে সেবা নিতে রেজিস্ট্রেশনের জন্য ০১৭২৭৬৫৬৬০৯ ও ০১৯৭১৫৮৩০৩৯ মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।

ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জাহাঙ্গীর হোসেন খান বলেন, এলাকার দুঃস্থ অসহায় চক্ষু রোগীদের অন্ধত্বের অভিশাপ থেকে মুক্তির লক্ষ্যে মোয়াজ্জেম মনোয়ারা ফাউন্ডেশনের অর্থায়ন ও আয়োজনে পাংশার অভিন্ন মৌরাট ও বোয়ালিয়া ইউনিয়নের প্রতিষ্ঠাতা স্বনামখ্যাত চেয়ারম্যান মরহুম মোয়াজ্জেম হোসেন খান সাহেবের বাগদুলীর নিজস্ব বাস ভবনে ফ্রি আই ক্যাম্পে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই করা হবে। ক্যাম্প উদ্বোধনে জেলা প্রশাসক আবু কায়সার খান সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ফ্রি আই ক্যাম্প সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাস্থ চক্ষু বিশেষজ্ঞ দলের সমন্বয়ে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করবেন।

উক্ত ক্যাম্প সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাস্থ চক্ষু বিশেষজ্ঞ দলের সমন্বয়ে ও বাগদুলী গ্রামের কৃতি সন্তান চক্ষু বিশেষজ্ঞ ডা: স্বপন কুমার বিশ্বাস এলাকাবাসীর সেবা প্রদান করার জন্য উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, মোয়াজ্জেম মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে এর আগেও এলাকায় সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের আয়োজন করে।

রোগী দেখবেন:
Dr. Swapon Kumar Biswas
Medical Vitro-Retina Specialist & Phaco Surgeon,
Assist. Professor & Senior Consultant OSB EYE HOSPITAL & INSTITUTE

Dr. Fakharuddin
MBBS, D-OPhth Fellow Glaucoma Eye Specialist & Surgeon Consultant
DRISTI EYE HOSPITAL BMDC Reg. No. A-64990

আমাদের সেবা সমূহ:
চোখের রোগ নির্ণয়, চিকিৎসা ও পরামর্শ প্রদান- ফ্রি
সকল ধরণের পরীক্ষা-নিরীক্ষা- ফ্রি
বিদেশী (ইন্ডিয়ান) লেন্স দ্বারা ছানি অপারেশন- ফ্রি
চশমা ও ঔষধ- ফ্রি

Link copied!