ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সমাজহিতৈষী প্রফেসর ড. মুহাম্মদ ফজলুল হক

আমাদের খবর ২৪

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৫:০২ পিএম

সমাজহিতৈষী প্রফেসর ড. মুহাম্মদ ফজলুল হক

প্রফেসর ড. মুহাম্মদ ফজলুল হক। তাঁর সঙ্গে ছবি তিনটি ২০১১ সালের। তিনি শিক্ষাবিদ, সমাজসেবক, রাজনীতিক ও শিল্পোদ্যোক্তা ছিলেন। কুষ্টিয়ার দৌলতপুরের মানুষ।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়েছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, টেক্সসের এ এন্ড এম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট। অধ্যাপনা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ভিজিটিং প্রফেসর ছিলেন ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ে। লন্ডন বিশ্ববিদ্যালয়ে নাফিল্ড পোস্ট-ডক্টরাল রিসার্চ ফেলো ছিলেন। মালয়েশিয়ায় রুরাল ডেভেলপমেন্ট করপোরেশনের প্রধান পরিকল্পনাবিদ ছিলেন। বাংলাদেশে তিনি প্রতিষ্ঠিত করেন ‘আমির গ্রুপ’। গার্মেন্টস শিল্পে বিখ্যাত শিল্পগ্রুপ। এছাড়াও তিনি দেশে বিদেশে অনেক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, পালন করেছেন গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব।

শিক্ষানুরাগী হিসেবে খ্যাতিমান ব্যক্তিত্ব। অনেক স্কুল-কলেজের প্রতিষ্ঠাতা তিনি। গরিব মেধাবী অনেক শিক্ষার্থীকে তিনি নিজের অর্থে পড়ালেখা করিয়েছেন। এর পরেও মূলত তিনি লেখক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ-‘বাংলার মসনদ ও নবাব সিরাজদ্দৌলা’ এবং ‘ছড়ানো পৃথিবী’।

 

তাঁর স্নেহ-সান্নিধ্য লাভের সৌভাগ্য আমার হয়েছিল। তাঁর সঙ্গে রয়েছে আমার অনেক স্মৃতি। সেসব লিখবো অন্য আর একদিন।

কুষ্টিয়ার বিখ্যাত এই মানুষটি চিরঘুমে শায়িত আছেন দৌলতপুর উপজেলায় তাঁরই প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান ‘ড. মুহাম্মদ ফজলুল হক গার্লস ডিগ্রি কলেজ’-প্রাঙ্গণে। তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা।

(দ্বিতীয় ছবিটিতে ড. মুহাম্মদ ফজলুল হক, নবাব সিরাজদ্দৌলার নবম বংশধর সৈয়দ গোলাম আব্বাস আবের, আলমগীর হোসেন হেলাল ও রকিবুল হাসান)

Link copied!