ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
amaderkhobor24.com

কুষ্টিয়ায় বিএনপি‍‍`র আহ্বায়কের সাথে বিজেপি নেতৃবৃন্দের সাক্ষাৎ

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ১০:২২ পিএম

কুষ্টিয়ায় বিএনপি‍‍`র আহ্বায়কের সাথে বিজেপি নেতৃবৃন্দের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কুতুব উদ্দিন আরোগ্য লাভের পর তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি ও এই দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে সৌহার্দ্যতা বিনিময় হয়। এসময় কুষ্টিয়া জেলা বিএনপি‍‍`র সদস্য সচিব জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন।

শনিবার (২৬ এপ্রিল) রাত সড়ে  ৯ টার দিকে কুষ্টিয়া শহরের জিতেন্দ্রনাথ মজুমদার লেনের খাদেমুল সৃজন টাওয়ারে অবস্থিত কুষ্টিয়া জেলা বিএনপি‍‍`র কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তাঁরা। 

সাক্ষাতের সময় উভয় দলের নেতা-কর্মীরা মিলেমিশে সাধারণ জনগণের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি‍‍`র কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ইমরান উদ্দিন আহমেদ, সদস্য সচিব কে, এম জাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরহাদ হাসান সুমন, জালাল উদ্দিন খাঁন, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান, ইমরুল কায়েস ইমন, সদস্য লাভলুল করিম, আব্বাস হোসেন, সামছুদ্দিন শেখ, কুষ্টিয়া জেলা যুব সংহতির আহ্বায়ক ইমরান ইসলাম দোল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমুন হুসাইন, সদস্য সচিব এসএম আশরাফ,বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ  কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব আমির হামজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানজান ইসলাম প্রেম, মুহাম্মদ সিয়াম, যুগ্ম আহ্বায়ক ফারহান জয় সহ বিজেপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Link copied!