ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
amaderkhobor24.com

১৩ মিনিটেই গোল পাল্টা গোল

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৩:৩৪ পিএম

১৩ মিনিটেই গোল পাল্টা গোল

গ্যালারিতে তখনো ঠিকঠাক মতো জায়গা পেতে বসেননি দর্শকরা। ম্যাচ কেবল গড়িয়েছে ষষ্ঠ মিনিটে। এরই মধ্যে আবাহনী সমর্থকদের স্তব্ধ করে দিয়ে লিড নিয়ে নেয় বসুন্ধরা কিংস।

কিংসের প্রথম আক্রমণেই আবাহনীর রক্ষণকে মনে হয়েছিল এলোমেলো। গোলরকক মিতুল মারমাকে দেখা গেছে আস্থাহীন। আবাহনী যখন গুছিয়ে উঠতে শুরু করে তখনই বক্সের বাইরে ফ্রিকিক পায় কিংস। সাদ উদ্দিনের ফ্রি কিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড লেসকানোর হেডে কাঁপে আবাহনীর জাল।

বড় ম্যাচে শুরুতেই লিড কিংসকে করে তোলে আরও আত্মবিশ্বাসী। দ্রুত গোল শোধ করতে মরিয়া হয়েই আক্রমণের চেষ্টা করছে আবাহনী। কিংসের ডিফেন্সের কঠোর নজরদারিতে ভেস্তে যাচ্ছিল আবাহনীর চেষ্টা।

তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি আবাহনী। মারুফুল হকের দল স্কোরলাইন ১-১ করে ১৩ মিনিটেই। বাম দিক থেকে এমেকা ঢুকে বল ফেলেন কিংসের বক্সে। ইব্রাহীম গোল করে ম্যাচে ফেরান আকাশি-নীলদের।

এক দলের প্রতিশোধ, আরেক দলের শিরোপা ফিরে পাওয়ার প্রত্যয়। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি দেশের দুই পরাশক্তি আবাহনী ও বসুন্ধরা কিংস। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুই দল এখন মাঠে। বিকেল পৌনে ৩ টায় শুরু হয়েছে এই মহারণ।

এ মৌসুমে দুই দলের এটি তৃতীয় সাক্ষাৎ। প্রিমিয়ার লিগের প্রথম লেগে ও ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে কিংসকে হারিয়েছে আবাহনী। এই ম্যাচ কিংসের প্রতিশোধ নেওয়ার মঞ্চ। আর আবাহনীর মঞ্চ ফেডারেশন কাপের শিরোপা পুনরুদ্ধারের।

প্রচন্ড গরম উপেক্ষা করে কয়েক হাজার দর্শক ঠাঁই নিয়েছে স্টেডিয়ামের গ্যালারিতে।

আবাহনী : মিতুল মারমা, হাসান মুরাদ, ইয়াসিন খান, শাকিল হোসেন, এমেকা, মোহাম্মদ রিদয়, রাফায়েল, কামরুল ইসলাম, ইউসুফ মাহাদি, মোহাম্মদ ইব্রাহীম, সুমন রেজা।

বসুন্ধরা কিংস : মেহেদী হাসান শ্রাবণ, ডেসিয়েল, তপু বর্মন, সোহেল রানা, রাকিব হোসেন, চন্দন রায়, সোহেল রানা, সাদ উদ্দিন, ইভান ইতি, রিমন হোসেন, হুয়ান লেসকানো।

Link copied!