ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
amaderkhobor24.com

সাংবাদিক রানাকে বিএনএইচআরএ‍‍`র সম্মাননা স্মারক প্রদান

আমাদের খবর ২৪

প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৮:৫১ এএম

সাংবাদিক রানাকে বিএনএইচআরএ‍‍`র সম্মাননা স্মারক প্রদান

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় এবং কুষ্টিয়া ভ্রমণ উপলক্ষে দৈনিক সময়ের কাগজ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানাকে সম্মাননা স্মারক প্রদান করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি (বিএনএইচআরএ), কুষ্টিয়া জেলা শাখা। 

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অতিথি ও মানবাধিকার কর্মীরা ওই  সাংবাদিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় অতিথি, মানবাধিকার কর্মী ও সম্মাননা প্রাপ্ত সাংবাদিকের মধ্যে কুঁশল ও আন্তরিক সৌহার্দ্যতা বিনিময় হয়।

শনিবার (১০ মে) রাত ১০ টার দিকে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শাহারিয়া ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি‍‍`র সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জজ কোর্টের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাডভোকেট শামিম উল হাসান অপু। 

এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষিকা শাবানা ইয়াসমীন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি আবু মনি সাকলায়েন, সাধারণ সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, দৈনিক সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সামাদ মৃধা, নাজমুল হক প্রমুখ।

Link copied!