প্রকাশিত: মে ১১, ২০২৫, ১১:৪২ পিএম
জেনারেশন ৯৪ অব বাংলাদেশ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী
উদযাপিত হয়েছে কুষ্টিয়ায়। সারাদেশে নানা আয়োজনে
দিবসটি উদযাপিত হলেও কুষ্টিয়াতেও কমতি ছিলনা
আয়োজনে। রোববার বিকেলে কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী
এইচ এন্ড এস গ্লাস ওয়্যার’র ব্যবস্থাপনা পরিচালক ডা.
হাবিবুর রহমান সাজুর পক্ষ থেকে দিবসটি উদযাপনে
কাটা হয় কেক, আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানের।
পেশাগত কারনে জেনারেশন ৯৪ অব বাংলাদেশের অন্যতম সদস্য ডা. হাবিবুর রহমান সাজু দেশের বাইরে থাকায় উপস্থিত হতে পারেননি। তবে তাঁর পক্ষ থেকে কুষ্টিয়া শহরের মজমপুর গেটস্থ তাঁরই ব্যবসায়ী প্রতিষ্ঠানে
জেনারেশন ৯৪ অব বাংলাদেশের অন্যতম সদস্য মাহবুব পলাশ, বিনোদ মিত্তাল আগরওয়ালা, তপন কুমার, শরীফুল ইসলাম, শরীফ বিশ্বাস, জিল্লার রহমান প্রমুখ দিবসটি উদযাপন করেন।
এসময় মাহবুব পলাশ জেনারেশন ৯৪ অব বাংলাদেশের সকল বদ্ধুদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
তিনি বলেন সকল বন্ধুত্বের বন্ধন অটুট থাকবে চিরকাল।
মুঠোফোনে ডা. হাবিবুর রহমান সাজু জেনারেশন ৯৪
অব বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জ্ঞাপন করেন। একই সাথে সকল বন্ধুদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।
আপনার মতামত লিখুন :