ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
amaderkhobor24.com
মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যানিকেতনের এসএসসি ২০২৫ ব্যাচের বিদায় অনুষ্ঠান

তোমরা আধুনিক হও কিন্তু উচ্ছৃংখল হয়ো না: সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদিন

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৫:০৪ পিএম

তোমরা আধুনিক হও কিন্তু উচ্ছৃংখল হয়ো না: সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদিন

তোমরা আধুনিক হও কিন্তু উচ্ছৃংখল হইয়ো না। তোমারা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছে দেশ ও জাতির অনেক আশা। ১ মার্চ সকালে কুষ্টিয়া মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যানিকেতন কর্তৃক আয়োজিত এস.এস.সি পরিক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। 

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সোহরাব উদ্দিন আরো বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আজ এখান থেকে যাঁরা এস.এস.সি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বিদায় নিচ্ছ তাদের জন্য শুভকামনা রইল। তোমরা আজ থেকে নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করবে। একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি গড়তে সবথেকে বড় ভূমিকা রাখে। তোমাদের দিকে দেশ তাকিয়ে আছে। তোমরা সকলেই দেশ গড়তে নিজেদের তৈরি করবে।

বিদ্যানিকেতনের সভাপতি এ্যাড. শামিম উল হাসান অপুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন আর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, যুবদল নেতা কাজী জুরায়েশ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইশতিয়াক আহমেদ সাবাব, মো. মোজাম্মেল হক, তোরাব আলী টাইগার, সাজেদুর রহমান মিন্টু প্রমুখ। 

সভাপতির বক্তব্যে এ্যাড অপু বলেন, তোমরা স্কুল থেকে বের হয়ে বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করে সুশিক্ষায় শিক্ষিত হবে এটা আমাদের প্রত্যাশা। এই বিদ্যালয় থেকে যে আদব-কায়দা তোমরা শিক্ষা নিয়ে বের হচ্ছো আগামী দিনে চলার পথে সেটার বাস্তব প্রয়োগ থাকতে হবে। তবেই তোমরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।

Link copied!