প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৭:৫৫ পিএম
“পৌর সেবা আপনার অধিকার” - এই স্লোগানকে সামনে রেখে নাগরিকদের অভিযোগ ও সমস্যা সরাসরি পৌর প্রশাসনের কাছে পৌঁছে দিয়ে দ্রুত সমাধানে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ। দু সপ্তাহ পর পর পৌরসভার ফটকে স্থাপিত অভিযোগ বক্সে জমা পড়া জনসাধারণের অভিযোগগুলো জনসম্মুখে পাঠ করে শোনানো হয় এবং পরবর্তীতে সেগুলো সমাধানের জন্য পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ। নাগরিক অধিকার রক্ষায় এমন সক্রিয় পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
রবিবার (২০ জুলাই) দুপুরে কুষ্টিয়া পৌরসভা চত্বরে স্থাপিত অভিযোগ বক্সটি খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, সদস্য সচিব কে এম জাহিদ, সদস্য হাফিজুর রহমান লালু, শাহারিয়া ইমন রুবেল, আবু মনি সাকলায়েন এলিন, অঞ্জন শুভ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
বক্স খুলে দেখা যায়, মোট ৯টি লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলো পর্যালোচনা শেষে পৌর নাগরিক অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও সচিবের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন। আলোচনা শেষে অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “পৌর নাগরিকদের সমস্যা ও অভাব-অভিযোগ সুনির্দিষ্টভাবে গ্রহণের লক্ষ্যে আমরা অভিযোগ বক্স স্থাপন করেছি। দ্বিতীয়বারের মতো বক্স খোলা হয়েছে এবং তা সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে। আমরা চাই, পৌর কর্তৃপক্ষ যেন এসব অভিযোগ আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন।”
তিনি আরও বলেন, “আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা এবং নাগরিকদের কণ্ঠস্বরকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরা। নাগরিকদের অধিকার রক্ষায় আমরা বদ্ধপরিকর।”
পৌর নাগরিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, নাগরিক সমস্যার প্রতিকারে এমন কার্যকর উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে পৌরসেবা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। এই কার্যক্রম পৌর প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে বলে মনে করছেন তারা।
আপনার মতামত লিখুন :