ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
amaderkhobor24.com

বৈরী আবহাওয়াতেও কুষ্টিয়ায় ছাত্রদলের বিক্ষোভে জনসমুদ্র

আমাদের খবর ২৪

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৭:০৭ পিএম

বৈরী আবহাওয়াতেও কুষ্টিয়ায় ছাত্রদলের বিক্ষোভে জনসমুদ্র

গোপন তৎপরতায় অভ্যস্ত কিছু সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে সমাবেশে পরিণত হয়। বৈরী আবহাওয়া সত্ত্বেও ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি জনসমুদ্রে রূপ নেয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব খন্দকার তছলিম উদ্দিন নিশাত। সমাবেশে জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কিছু গুপ্ত সংগঠন দেশে গোপনে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা শিক্ষাঙ্গনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্রদলের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে। তারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছরের আন্দোলনের ফলে দেশে গণঅভ্যুত্থানের পরিবেশ তৈরি হয়েছে। বিএনপি কোনো তাৎক্ষণিক দল নয়; এর শিকড় সুদৃঢ় ও ঐতিহাসিক।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার বা তারেক রহমানকে নিয়ে কটূক্তির জবাব রাজপথেই দেওয়া হবে। ছাত্রদল কখনো বিশৃঙ্খলার রাজনীতি করে না, বরং শিক্ষার পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী।

তারা সরকার ও সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানান, দেশব্যাপী সক্রিয় এই গুপ্তচক্রকে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়।

Link copied!