ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

“জনতার অধিকার”

আমাদের খবর ২৪

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩, ১১:১৮ পিএম

“জনতার অধিকার”

রক্ত চক্ষু দেখিয়া তোমার মোরা আর ভীত নই
ভোটের অধিকার দিতেই হবে সাফ কথা আজ কই।

শাপলা চত্বর হাদিস পার্ক লালদিঘী শাহবাগ
এই জমিনের প্রতি ইঞ্চিতে রয়েছে রক্তের দাগ।

তোমার অবৈধ রাজদন্ড যদি রক্ত ঝরায় আবার
সভাসদ মিলে খুঁজে পাবেনা পালাবার পথ এবার।

আমার আমিকে খুঁজে পেয়েছি অনেক নিপীড়নে
শুধিয়া লইব মোর অধিকার পণ মোর এই মনে।

সীমাহীন সব ব্যর্থতা তোমার দেশ ও বিশ্বব্যাপি
মোদের ভাগ্য আর দিবনা তোমাদের হাতে সঁপি।

দাবি মেনে নাও কমাও দম্ভ থামাও গালগল্প
ঘুচিবে আঁধার তিমির রাত সময় হাতে অল্প।

গুলির মুখে দাঁড়িয়ে আমরা নেই কোন ডর ভয়
মরণের পর বাংলায় যেন আবার জন্ম হয়।

অনেক দেখেছি অনেক সয়েছি এইবার আর নয়
ক্ষেপেছে মানুষ নেমেছে পথে হবে জনতার জয়।

লেখক:
সাবেক উপজেলা চেয়ারম্যান
কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ ও
ব্যবস্থাপনা পরিচালক, সরকার গ্রুপ

Link copied!