রাতের আঁধারে কুষ্টিয়া শহরে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সরকারি জায়গায় বালু ফেলে ভরাট করা হচ্ছে। কুষ্টিয়া পৌরসভার হাউজিং এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সীমানা প্রাচীরের মাঝের নালা ভরাট করে জায়গাটি দখলের চেষ্টা চালাচ্ছেন প্রভাবশালীরা। স্থানীয়রা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই দখলদারীকে কেন্দ্র করে এলাকায় চলছে টানটান উত্তেজনা।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, সরকারি নালা রাতের আঁধারে গাড়িতে করে এনে বালু ফেলা হচ্ছে। ইতোমধ্যে কয়েক জায়গায় ভরাটও সম্পন্ন হয়েছে। প্রভাবশালীরা জায়গা দখল করে দোকান নির্মাণের পাঁয়তারা করছেন। সওজের নজরদারির অভাবে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের দুই পাশে আগে থেকেই বহু জায়গা দখল হয়ে গেছে বলে অভিযোগ তাদের।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন নিরাপত্তাকর্মীও নিশ্চিত করেছেন যে গত রোববার গভীর রাতে বালু ফেলা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীর বলেন, “যে জায়গায় ভরাট করা হচ্ছে সেটা সড়ক বিভাগের। আমাদের এখতিয়ারে নেই।”
কুষ্টিয়া সওজ-এর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম বলেন, “এ বিষয়ে আমার কাছে তথ্য নেই। খোঁজ-খবর নিয়ে দেখছি। যারা সরকারি জায়গা দখল করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :