প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৯:৩২ পিএম
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর পক্ষ থেকে নবগঠিত কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকা`র সভাপতি এবং দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দীককে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের চিলিস ফুড পার্ক রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেইউজে’র সভাপতি আব্দুল রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা আবু বকর সিদ্দীককে একজন দক্ষ সংগঠক ও মেধাবী সাংবাদিক হিসেবে উল্লেখ করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে তাঁর নেতৃত্বে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকা আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেইউজে’র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জিহাদ, সাংগঠনিক সম্পাদক নূরুন্নবী বাবু, কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমান, নির্বাহী সদস্য হায়দার আলী, শাহরিয়ার ইমন রুবেল, শেহাব উদ্দিন, নাব্বির আল নাফিজ, মিরাজুল ইসলাম, হাসনাত রাব্বু, এস আর শিপন বিশ্বাস, অঞ্জন কৃষ্ণ শীল শুভ, এম এ সামাদ মৃধা, আব্দুস সালাম, শামিম হাসান খান, সৌরভ সাহা ও আব্দুল আলিম।
সংবর্ধনা শেষে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আপনার মতামত লিখুন :