ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
amaderkhobor24.com
কুষ্টিয়া

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের খবর ২৪

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৪:৫৮ পিএম

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শরিফুল ইসলাম এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

অধ্যক্ষ সোহরাব উদ্দিন তার বক্তব্যে বলেন—

“বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের দুঃসময় ও দুর্যোগে পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য স্বেচ্ছাসেবক দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জাতীয় দুর্যোগের সময়ে সংগঠনের নেতাকর্মীরা জনগণের পাশে থেকে কাজ চালিয়ে যাবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল।

এছাড়াও উপস্থিত ছিলেন—

পৌর ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান মিঠু, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দীক, হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম আন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ বাবু, ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেন ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে পৌর বিজয় উল্লাস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাদ্দাম বাজারে গিয়ে শেষ হয়।

Link copied!