ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
amaderkhobor24.com

শহীদদের স্মরণে কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

আমাদের খবর ২৪

প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৮:৩৮ পিএম

শহীদদের স্মরণে কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই-আগস্ট মাসের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শু্রবার  বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া শহরের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ণবাবুর ঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান লিংকন।

এ সময় উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, আল মামুন ইমন, সাগর মাহমুদ শিহাব, সাজ্জাদ হোসেন চাঁদ এবং আহ্বায়ক সদস্য মনজুরুল শেখ লিংকন, রুবেল প্রামানিক, সোহেল প্রামানিক, হোসেন, সানভি, ইমরান, সবুজ, ফেরদৌস, জসিম, বনি, রিন্টু, মিরাজ, রিপন, জুবেলসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণ করেন মানবতার সংগঠনের সভাপতি মাসুম।

নেতৃবৃন্দ জানান, পরিবেশ সংরক্ষণ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দল ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তারা।

Link copied!