ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
amaderkhobor24.com

কুষ্টিয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০২:১৬ পিএম

কুষ্টিয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাশকৃত প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবিতে কুষ্টিয়ায় কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট সহ কয়েকটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকশ শিক্ষার্থী একতৃত হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ প্রদর্শন করেন।

এসময় শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের গেট আটকে দেয়। 

দুই ঘন্টাব্যাপী বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা জানান, তারা ৪ বছর ডিপ্লোমা করার পর চাকরিতে দশম গ্রেড পান। অথচ ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে এসে তারা দশম গ্রেডে চাকরি পাবে, এটা যৌক্তিক না। হাইকোর্টের আদেশের ফলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি প্রাপ্তি সংকুচিত হবে।

এসময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক

মিজানুর রহমান শিক্ষার্থীদের মাঝে এসে বলেন, আমরা জোরালোভাবে সরকারকে আপনাদের দাবিদাওয়া জানাবো। আপনাদের যৌক্তিক দাবির সাথে আমাদের নৈতিক সমর্থন রয়েছে। আপনারা পরিক্ষার হলে ফিরে যান।

অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমানের আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে চলে যায়।

Link copied!