ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
amaderkhobor24.com
চিকিৎসকরা

৩ দিন ২ ঘণ্টা করে কর্মবিরতি করবেন

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৪:১৯ এএম

৩ দিন ২ ঘণ্টা করে কর্মবিরতি করবেন

দুই দফা দাবিতে তিনদিনের জন্য দৈনিক দুই ঘণ্টা করে কর্মবিরতিতে যাচ্ছে ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম’ নামে চিকিৎসকদের একটি সংগঠন। পূর্বনির্ধারিত তাদের এই কর্মসূচি শুরু হবে শনিবার থেকে, শেষ হবে সোমবার।

এরমধ্যে দাবি পূরণ না হলে ১১ মার্চ থেকে শুধুমাত্র জরুরি সেবা চলমান রেখে দেশের সব হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করবে সংগঠনটি।

বিভিন্ন হাসপাতালগুলো সামনে লাগানো ব্যানারে ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম’ নামে এই সংগঠনটি জানায়, পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসককে অতিদ্রুত ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান নিশ্চিত করতে হবে। ৩ নং গ্রেডপ্রাপ্ত যোগ্য সবাইবে নির্দিষ্ট সময়কাল পরপর ২য় ও ৩য় গ্রেড প্রদান করে যোগ্য পাওনা দিতে হবে।

উল্লেখ্য, ক্যাডার বৈষম্যের কারণে দীর্ঘদিন থেকে পদোন্নতি বঞ্চিত বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই বৈষম্য নিরসন ও পদোন্নতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে চলতি বছরে ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম’ নামের এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির আহ্বায়ক ড. মির্জা মো. আসাদুজ্জামান রতন (গাইনি) এবং সদস্য সচিব ডা. মোহাম্মদ আল আমিন (ইউরোলজি)। কমিটির অন্যান্যরা হলেন-যুগ্ম আহ্বায়ক ডা. মো. শামসুল আরেফিন (অ্যানেস্থেশিয়া), ডা. মো. বশির উদ্দীন (নিউরো সার্জারি), ডা. মো. নূর মোহাম্মদ শরীফ অভি (সার্জারি), ডা. মো. ইকবাল হোসাইন (গ্যাস্ট্রোএন্টারোলজি), ডা. মো. কায়সার ইয়ামিদ ইষাদ (শিশু সার্জারি), ডা. মো. খায়রুল ইসলাম (মেডিসিন) এবং ডা. মো. আশরাফুল আলম সুমন (কার্ডিওলজি)। এছাড়া কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ সাফায়াত কামাল (মেডিসিন)।

Link copied!